WASHINGTON BANGLA

কানাডার মন্ট্রিয়লে ১-৩ সেপ্টেম্বর ৩৭তম ফোবানা সম্মেলন

নিউ ইয়র্ক: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার ৩৭তম সম্মেলন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। কানাডার মন্ট্রিয়েল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনন্যাবারের মতো এবারো একঝাঁক দেশ ও প্রবাসের তারকা শিল্পীরা এই ফোবানায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ৩৭তম ফোবানা সম্মেলনেই কনভেনার দেওয়ান মনিরুজ্জামান এবং সদস্য সচিব হাফিজুর রহমান।

আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ইমরান, বালাম, মীর সাব্বির, বিন্দু কনা, নায়িকা রাশিদা জাহান, লাভলী দেব, মুজা, মৌসুমী মৌ সহ আরো অনেকে। এছাড়াও দেশের প্রবাসের নানা সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার এবং সিম্ফোজিয়ামের আয়োজন করা হয়েছে। সেমিনার এবং সিম্ফোজিয়ামে দেশের ও প্রবাসের বরণ্য রাজনীতিবিদ শিক্ষাবীদ সহ গুনীজনেরা অংশগ্রহণ করবেন।

৩৭তম ফোবানাকে ঘিরে মন্ট্রিয়েল সহ কানাডার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে উচ্ছাস উদ্দীপনা বেশ লক্ষণীয়। তরুণদেরকে নিয়ে সাজানো হয়েছে নানা আয়োজন। মন্ট্রেয়ালে অনুষ্ঠিতব্য ৩৭তম ফোবানা সম্মেলন সম্পর্কে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ ফোবানার ৩৭তম সম্মেলন হবে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা।

তিনি আরো বলেন, এবারের সম্মেলনটিতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।

উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করাই ফোবানার মূল লক্ষ্য। সেইসঙ্গে বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরি করা। ৩৭তম ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রেয়ল। ৩৭তম ফোবানা সম্মেলন মন্ট্রেয়াল সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২০৭০, এক্সেকিউটিভ সেক্রেটারি ২৮১-৪৬০-৯১০১, কনভেনার দেওয়ান মনিরুজ্জামান ৫১৪-৬৯১-৯৭৭৯ এবং হাফিজুর রহমান সদস্য সচিব ৫১৪-৫৬৮-২৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.