WASHINGTON BANGLA

চীন ইউক্রেনে যুদ্ধ চায় না, নিষেধাজ্ঞাকেও সমাধান মনে করে না

বেইজিং : চীন সরকার ইউক্রেনে কোন সংঘাতের ব্যাপারে আগ্রহী নয়, অবশ্য একই সঙ্গে দেশটি বিশ্বাস করে না যে, নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোন সহায়তা করতে পারে। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিংহে রোববার সিঙ্গাপুরে সাংগ্রী-লা ডায়ালগ সিকিউরিটি ফোরামে একথা বলেন।

এই চীনা মন্ত্রী বলেন, ‘ চীন ইউক্রেনে সবকিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায়। এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে, সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এ সমস্যার সমাধান আসতে পারে। বরং এতে উত্তেজনা আরো বাড়তে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।’ ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। তিনি বলেন, ‘ চীন রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনায় আগ্রহী। আমরা আরো আশা করছি খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।’ তিনি আরো বলেন, ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা করেনি।

Leave A Reply

Your email address will not be published.