WASHINGTON BANGLA

ডলারের দাম রেকর্ড ভেঙে ৯২ টাকা ৫০ পয়সা

ডেস্ক রিপোর্টঃ ডলারের দাম বেড়ে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। এতে আজ সোমবার টাকার বিপরীতে ডলারের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এর আগে টাকার বিপরীতে ডলারের দাম কখনে এত বেশি ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।’

উল্লেখ্য, ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ থেকে ৯৭ টাকা দাম নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।

Leave A Reply

Your email address will not be published.