WASHINGTON BANGLA

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের স্ত্রীসহ ৮ বছর বয়সী শিশু কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। ঘটনার খবর পেয়ে গ্রামের বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ডাকাতরা দোকানে ঢুকে তাকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ জুন) আমেরিকার সময় দুপুরে আটলান্টা শহারের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.