WASHINGTON BANGLA

সিলেটে বন্যার্তদের পাশে সরকার: উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও সহয়তা অব্যাহত

সিলেটে: সিলেটে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। দুই জেলার ৮ উপজেলায় সেনাবাহিনীর ১০ প্লাটুন এবং ৬টি মেডিকেল টিম কাজ করছে। নৌকা দিয়ে বাড়িঘর থেকে পানিবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন সেনা সদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় পাঁচটি কাজ করা হচ্ছে। এগুলো হচ্ছে- পানিবন্দি মানুষকে উদ্ধার করা, বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে পানিবন্দি মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা, বন্যা আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান করা, স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং সীমিত পরিসরে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা।
সিলেটের ভয়াবহ বন্যায় বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ৩০ লক্ষ করে মোট ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুইশত মেট্রিক টন চাউল, আট হাজার করে শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে যেখানে চাল, ডাল, তেল, চিনি ও মসল্লা রয়েছে।
Leave A Reply

Your email address will not be published.