WASHINGTON BANGLA

হাইতিতে অপহৃত ৩৮ পণবন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে

পোর্ট-অ-প্রিন্স: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে অপহৃত ৪০ জনের মতো পণবন্দিকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে। একটি গ্যাং কর্তৃক অপহৃত হওয়ার এক দিন পর তাদের মুক্তি দেওয়া হয় বলে একটি পরিবহন ইউনিয়ন জানায়।

হাইতির মালিক ও চালক সমিতি এক টুইটারে জানায়, অপহৃত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, এদের বহনকরা দুটি মিনিবাসও উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারিরা কোন মুক্তিপণ দাবি করেছিল কি-না এবং মুক্তিপণ দেওয়া হয়েছে কি-না তা সমিতির পক্ষ থেকে বলা হয়নি। শুক্রবার সকালে গ্যাং সদস্যরা ৩৬ যাত্রী ও দুজন চালককে অপহরণ করে নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.