WASHINGTON BANGLA

কী আশ্চর্য নীরবতা: আলী আকবর বাবুল

প্রতিশ্রুতি দিয়েছিলাম হে বন্ধু তোমায়
নির্জনতার বাসরে, খুব একাকী, সংগোপনে
আজও তা অক্ষরে অক্ষরে অটুট রেখেছি
প্রতিটি কথামালা

দেখা আর কথা হয় না অনেকদিন
কোথায় যেন হাওয়ায় মিশে গেছো,
কি আশ্চর্য নীরবতা?

আকাশে যেন ডানা মেলেছে
সোনাবরণ পাখিটির মেঘমালার মত!

অন্ধকার যখন গভীর হয়
দুঃখ তখন তোমাকে আর স্পর্শ করে না
এই পৃথিবী কি নির্মম,সেটা তুমিও ভালো জানো
কত অমঙ্গল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
বন্ধু তোমার অজানা নয়
তাই সময়ের সব ভাগেই তোমার মঙ্গল,
আমার কাছে এক মায়া!

Leave A Reply

Your email address will not be published.