WASHINGTON BANGLA

মুক্তিযুদ্ধের পক্ষের সম্মেলন লস এঞ্জেলেসের ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২

লস এঞ্জেলেস: আগামী লেবার ডে উইকেন্ডে মুক্তিযুদ্ধের পক্ষের ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত ৩৫তম ফোবানা সম্মেলনে যে অশুভ শক্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাঞ্চাল করতে চেয়েছিল। সেই অশুভ শক্তি ফোবানা থেকে বহিস্কার হওয়ার পর ফোবানার নাম ব্যবহার করে শীকাগোতে ছোট একটা হল নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে ভুয়া একটি অনুষ্ঠান করার চেষ্টা করছে।

ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, ফেডারেল সাজাভুক্ত ক্রিমিনাল মাসুদ রব চৌধুরী, বি এন পি নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ডিউক খান, ফেডারেল সাজাভুক্ত আসামী মোহাম্মদ আলমগীর, আটলান্টা বি এন পির সভাপতি নাহিদুল খান সাহেল গংদের নেতৃত্বে এবং বিএনপি-জামাতের একটি চিহ্নিত গোষ্ঠীর সহযোগীতায় ৩৫তম ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন বাঞ্চাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।দিনের পর দিন হুমকি ধামকি দিয়ে স্পন্সর বাতিল সহ ফোবানা কেড়ে নেয়ারও হুমকি দেয়া হয়েছিল ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটিকে। তৎকালীন চেয়ারম্যন জাকারিয়া চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে তাদের দুইজনকে বহিস্কার করার পর শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা সম্মেলন বাঞ্চাল করতে ব্যর্থ হয়।

বর্তমান বঙ্গবন্ধু বিরোধী স্বাধীনতা বিরোধী এই রেজা-মাসুদ গং শীকাগোতে ফোবানার নামে ভুয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে কর্পোরেট ষ্টাইলে ইতিমধ্যেই স্বাধীনতাবিরোধী বঙ্গবন্ধু বিরোধীদের শীর্ষনেতা তারেক জিয়ার সহযোগী ব্যরিষ্টার অসিমের ভাই জসীম উদ্দীনকে চেয়ারম্যান করার নীল নকশা ইতিমধ্যেই চুড়ান্ত করেছে। আর পদ পদবীর লোভে এই ষড়যন্ত্রকারীদের সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ধবজাধারী কতিপয় চিহ্নিত ব্যক্তিবর্গ। চোরের মায়ের বড় গলা’র মতই এই চিহ্নিত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের স্বার্থে বিক্রি করে দিয়ে দিনরাত এই ষড়যন্ত্রকারীদের পদলেহন করে চলেছে। সাজাভুক্ত ক্রিমিনালদের পৃষ্ঠপোষকতায় দিনরাত ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মুলত: চিহ্নিত জসীম উদ্দীনের তত্বাবধানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ হাসিনা বিরোধী এবং সর্বোপরী বঙ্গবন্ধু বিরোধী সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

অন্যদিকে লস এঞ্জেলেস অনুষ্ঠিত ৩৬তম ফোবানা সম্মেলনই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আসল ফোবানা। এই সম্মেলনই মুলত: জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মূলমন্ত্রে দিক্ষীত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উত্তর আমেরিকা সহ সারা বিশ্বে প্রতিনিধিত্ব করছে। মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব চেয়ারম্যান আতিকুর রহমান, মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ সংগঠক সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, সাবেক চেয়ারম্যন ও নিউইয়ক্ মহানগর আওয়ামীলীগ সভাপতি জাকারিয়া চৌধুরী ও ড. রফিক খানের নেতৃত্ব গঠিত ফোবানা সেন্ট্রাল কমিটি এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমুহের সমন্বয়ে গঠিত লস এঞ্জেলেসের ৩৬তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি সাজানো হয়েছে যার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব জাহিদ হোসেন,কনভেনার বিশিষ্ট সংস্কৃতিক সংগঠক আবুল ইব্রাহীম এবং সদস্য সচিব বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্রের সভাপতি সাঈদ এম বাবু , প্রধান সমন্বয়কারী বিশিষ্ট মুকাভিনয় শিল্পী কাজী মাসরুরুল হুদা, ট্রেজারার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্রের সাধারন সম্পাদক দেওয়ান জমির পলাশ।

আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর শুক্র শনি ও রোববার লস এঞ্জেলেসের হোটেল ম্যারিয়ট বারব্যাংক, ২৫০০ নর্থ হলিউড ওয়ে, বারব্যাংক, ক্যালিফোর্নীয়া ৯১৫০৫ এ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২। ’আমরা করব জয়’ স্লোগানে এই ফোবানা সম্মেলনে মুখরিত হয়ে উঠবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশী এসোসিয়েশন অফ গ্রেটার লস এঞ্জেলেস। সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১, কনভেনার আবুল ইব্রাহিম ২১৩-৯৪৮-৭৯০৮, সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু ৩২৩-৬৩৫-৮৯৮৩ এবং ট্রেজারার দেওয়ান জমির পলাশ ৯১৩-৪৮৮-৬০২১ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.