WASHINGTON BANGLA

লোনা জলে ভরা চোখ: রহমান মৃধা

কবিতা

হৃদয়ের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা,
ভালোবাসার জায়গা নাকি হৃদয় মাঝে নেই।
তাই বক্ষ বিদীর্ণ না করে,
ভালবাসা পেতে মস্তিষ্কে জায়গা করে নিতে হবে।
এ কথা শোনার পরে চোখের জল ঝরে।
চোখের কাজলে তখন লোনা জল লাগে,
ভেসে যায় সে কাজল চোখের লোনা জলে।
যতই চেষ্টা কর রাখিতে ধরিয়া,
ঝরে যাবে সে কাজল মুখের উপর দিয়া।

সখীর সঙ্গে প্রেম করে সুখ পেলাম না,
আমার মন ভালো না।

এসেছি সাগরে সাঁতার কাটিতে,
হঠাৎ সাগরের জল ঢুকেছে মুখে।
যতই করি পান ভরে না মনপ্রাণ,
সে লোনা জলে।

হৃদয়ের জল যখন ঝরিতে থাকিবে,
পারিবে কী সে জল ধরিয়া রাখিতে?
জীবনে অনেকবারই ঘটিবে এমন,
লোনা জলে ভাসিবে শুধু দুটি চোখ,
যাহা শত চেষ্টা করেও পারিবেনা ধরিয়া রাখিতে।

ঝরা বকুলের মতো ঝরিবে চোখের জল,
ভালোবাসা আসবে যাবে জীবনে অবিরল।

জীবনের অফুরন্ত সময় কাটিয়ে নীরবতা নিরলয়,
হঠাৎ সেই চোখের জল ঝরিবে অবেলায়।
মুখ খানি হাসিবে, চোখ দুটি ভাসিবে,
দেখিব নয়ন ভরে তোমাকে আমি।

লোনা জল ফেলিবে, চোখ দুটি মুছিবে,
হাত দুটি ধরিবে আমার তুমি,
কাটিবে জীবনটি মোর তোমাকে ঘিরে,
ভালো যদি বাসো সখি হৃদয় ভরে।

 

  • রহমান মৃধা, সুইডেন
Leave A Reply

Your email address will not be published.