WASHINGTON BANGLA

ডাগর চোখের মেয়েটি: শিব্বীর আহমেদ

কবিতা

অনেকটা ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলাম
ডাগর কালো চোখের সেই মেয়েটি এসেই,
হঠাৎ সামনে দাঁড়ালো।
মেয়েটি তাঁর বড় বড় কালো ডাগর দুটি
চোখ তুলে চাইল
মনে হল, যেন কোন কাল সাপ তার ফনা তুলে কামড়
বসানোর জন্য তৈরি। তাঁর নাশিকা বার বার ফুলে ফুলে উঠতে
লাগল। তাঁর সেই ফোঁস ফোঁস করা
নাশিকার ভিতরে বাইরের গরম লু হাওয়া।তাঁর সেই ডাগর কালো দুটি চোখ, তাঁর সেই
কাল সাপের মত
করে ফনা তুলে দু’চোখ দিয়ে চেয়ে থাকা।

তাঁর নাশিকার গরম হাওয়া,
আমার সারা শরীরে আনাচে কানাচে বয়ে যায়।
বজ্রপাতের মত করে
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তার নিংশ্বাসের ছোঁয়ায়
প্রচন্ড শীতের মাঝেও আমি
ঘামতে শুরু করি। কাঁপতে থাকি।
থমকে যায় আমার পৃথিবী। আমার
চারপাশের সবকিছু যেন স্লোমোশানে চলতে শুরু করে।
আমি হতবিহ্বল। নির্বাক নয়নে
তার দুটি ডাগর চোখের দিকে চেয়ে থাকি।
আবেশিত হই। কি এক উন্মাদনায়
এই আমি সেই ডাগর কালো চোখের মেয়ের
ফুলে ফুলে উঠা নাশিকার দিকে চেয়ে থাকি।
কি যেন বলতে চাই! কিন্তু কোন শব্দ
বের হয় না। ভিতরে বাইরে
উলট পালট। নষ্ট কষ্টে খেলা শুরু হয়।
তাঁর ডাগর কালো চোখ
দুটির দিকে তাকিয়ে থাকি আর ভিতরে ভিতরে
মনে মনে বারে বারে সেই ডাগর
কালো চোখের মেয়েটিকে বলি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
মেয়ে, শুধু তোমাকেই ভালোবাসি।

—————————————————-

  • কাব্যগ্রন্থঃ তোমার লাল টুকটুক
    প্রকাশকাল: বইমেলা ২০১০
    প্রকাশকঃ বাংলা প্রকাশ
Leave A Reply

Your email address will not be published.