WASHINGTON BANGLA

কাজ : হুমায়ূন কবীর ঢালী

কবিতা: বাংলা সাহিত্য

এখনো অনেক কাজ করা বাকি আছে
কেউ কি এক জীবনে সব কাজ করে যেতে পারে?
মানুষ হয়েও মানুষের জন্য কিছুই করতে পারিনি এখনো।
অথচ চারপাশে কত অসহায় মানুষ—
এতিম, অভাবগ্রস্থ, অভুক্ত, রোগাক্রান্ত!


আমি একা হাসলেই পৃথিবী হাসির হয়ে যাবে না
আমি একা খেলে অন্যের ক্ষুধা মিটবে না
আমি একা সুস্থ্য মানেই নিরোগ পৃথিবী না।
সবাইকে নিয়ে সুস্থ্য সুন্দর জীবন মানেই তো
ভালো থাকার আসল রূপ
সবাই হাসতে পারলেই পৃথিবী গদ্যময়-কাব্যময় হবে।
পৃথিবী সকল মানুষের
পৃথিবী প্রাণি-সকলের।

Leave A Reply

Your email address will not be published.