WASHINGTON BANGLA

হলুদ বরণ মেয়েটি: শিব্বীর আহমেদ

কবিতাঃ সাহিত্যের পাতা

এই প্রথম তোমাকে দেখা!
হলুদ বরণ গায়ে হলুদ
শাড়ির সাথে হলুদ রঙের ব্লাউজে জড়ানো
তোমার দুধে আলতা শরীর
তোমার কপালে সাপের মত
বাঁকানো হলুদ রঙের টিপ
তোমার ঠোঁট দুটি হলুদ
লিপস্টিকের আলতো ছোঁয়ায় রাঙানো
তোমার দু’হাত কাঁচা হলুদ
সোনা রঙের চুড়িতে মাখামাখি।
তোমার দীঘল কালো চুলের পরে
হলুদ রঙের ফুল। তোমার হাতে
হলুদ রঙের ফুল দিয়েসাজানো ব্যাগ
হলুদ সোনা রঙের আংটি দিয়ে বাঁধানো তোমার
ফর্সা হাতের তিন আঙ্গুল।


তোমার ফর্সা পায়ে হালকা হলুদ রঙের
স্যান্ডেল জড়ানো,
যেন তোমার পা দুটোকে জড়িয়ে
ধরে চুমু খাচ্ছে। তোমার কাঁচা
সোনা হলুদিয়া রঙের ডান হাতের
পিঠের পরে কালো তিলের বাহার।
আমি অবাক হয়ে তোমার
পিছনে দাঁড়িয়ে
তোমার কাঁচা সোনা
হলুদ রঙের হাতে বাঁধানো কালো
তিলের বাহারী সৌন্দর্যে মুগ্ধ, আবেশিত,
এভাবে কতটা সময়
পার হয়ে গেলো খেয়াল নেই!

একসময় তুমি হয়ত উপলব্ধি করতে
পেরেছিলে কেউ একজন তোমায় তোমার খুব
কাছ থেকে দেখছে। তুমি
পিছন ফিরে তাকালে।
তোমার কালো চুলের হালকা ছোঁয়ায়
আমার মুখ ছুঁয়ে ছুঁয়ে যায়।
শিহরণ তোলে শরীর মন প্রাণ জুড়ে
এই প্রথম আমার চোখে তোমার
চোখের উপর। পলক পড়ে না।
তোমার কাঁচা সোনা
হলুদ শরীরের নীল নেশার গন্ধ
আমার পুরো দেহমন আবেশিত করে তোলে
নাকের উপর আছড়ে আছড়ে পড়তে থাকে
তোমার সুবাশ। আমি মুগ্ধ
প্রথম দেখা প্রথম প্রেমে আমি দিশেহারা
তোমার ঠোঁটের পরে এক চিলতে হাসি
খেলে যায়। কোন এক নুতুন আলোয়
জ্বলে জ্বলে উঠতে থাকে তোমার চোখের তারা।
আবেশিত হই আমি, চোখ বুঁজে আসে
এভাবে কতটা সময় বয়ে যায়
ভিতরে বাইরে তোমার হলুদ বরণ
কাঁচা সোনার গন্ধে গন্ধে
নেশায় নেশায় টান পড়ে বিনীসুতোর
মালায়। শুরু হয় মালাগাঁথা,
শুরু হয় আজন্ম ভালোবাসার,
শুরু হয় আজন্ম কাঙ্গালীপনার!

—————————————————-

কাব্যগ্রন্থঃ তোমার লাল টুকটুক
প্রকাশকাল: বইমেলা ২০১০
প্রকাশকঃ বাংলা প্রকাশ

Leave A Reply

Your email address will not be published.